বরিশালের বানারীপাড়ায় জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ শনিবার বিকাল ৩ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে ও পৌর আমির কাওসার হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির ও বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিলেও সম্মিলিত ইসলামিক জোটের জন্য সর্বাত্মক ছাড় দেয়ার মানসিকতা আমরা রাখি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বানারীপাড়া উপজেলা সভাপতি কাজী মোঃ আলী হায়দার, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট তরিকুল ইসলাম (এপিপি)। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্য শেষে জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।
৫ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩১ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে