বরিশালে বিএনপি ডাকা ৪৮ ঘণ্টার হরতাল অবরোধের সমর্থকরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল। অবরোধের দ্বিতীয় দিন বুধবার ২২ নভেম্বর সকালে মহাসড়কের কাশিপুরে নগর শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিলের বাতিল দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়া বেলা ১১টা পর্যন্ত অবরোধ সমর্থনে আর কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।অবরোধে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। অন্যদিকে যাত্রী সংকটে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নৌ বন্দরেও যাত্রী সংকটে অভ্যন্তরীণ রুটে স্বাভাবিক দিনের চেয়ে কম সংখ্যক লঞ্চ বন্দর ত্যাগ করেছে।তবে নৌবন্দর থেকে প্রতিদিনের মত ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া লঞ্চ টার্মিনালে প্রবেশের সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাসি করতে দেখা গেছে কোস্টগার্ড সদস্যদের। বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়মঅনুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে যাত্রী কম বলে জানান তিনি। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কাজ করে যাচ্ছে।
১৬ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
২২ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
২৯ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৪ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৪ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪০ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
৪১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে