ফেব্রুয়ারী মানেই মাতৃভাষার মাস। আর মাতৃভাষার মাস মানেই বইয়ের মাস বসন্তের আগমন।
প্রতি বছর ফেব্রুয়ারীর শুরু থেকেই শুরু হয় বই মেলা। তারই ধারাবাহিকতায় এ বছর ও অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বই মেলা ২০২৪।
বই প্রেমীরা সারা বছর অপেক্ষায় থাকে এই সময়ের। ফেব্রুয়ারী আসলে তাদের মাঝে এক অন্য রকম আমেজ দেখা যায়।
উপচে পরে মেলায় পাঠকরা বই কেনার জন্য। সবসময়ের মতো এ বছর ও ঢাকায় বই মেলায় উপচে পরা ভীড়।
পাঠকদের সাথে কথা বললে
তারা জানান। সারাবছর আমরা অপেক্ষায় থাকি বই মেলায় আসবো। নতুন নতুন বই কিনবো,নতুন লেখকদের জানবো।
যদিও বর্তমানে অনলাইনে ই বুকের মাধ্যমে অনেকে বই পড়ে। কিন্তুু প্রকৃত বই প্রেমীক যারা তাদের কাছে সবসময় মোবাইলের স্ক্রীণ থেকে বইয়ের পাতাগুলোই প্রিয়।
বই মনের পরিধি বারায়। বই একাকীত্ব দুর করে।
বিভিন্ন স্টলে প্রকাশনির সাথে কথা বললে তারা জানান।
প্রতি বছরের মতো এ বছর ও অনেক ভালো বিক্রি হচ্ছে।
মানুষের মাঝে এখনো বই পড়ার আগ্রহ ও একাগ্রতা বেঁচে আছে তা মেলায় উৎসক জনতার সমাগম দেখেই বোঝা যায়।
২৩ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৫ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে
৬৭ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৭০ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৭১ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৮৬ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে