ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মুসলিম জাহানের চতুর্থ খলিফা, বেলায়তের সম্রাট শেরে খোদা হযরত আলী (রা) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অরাজনৈতিক ও সমাজসেবামূলক ধর্মীয় সংগঠন শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদ নাসিরনগরের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সংগঠন বর্তমান সভাপতি এইচএম আক্তার হুসাইন ও সাধারণ সম্পাদক ক্বারি শাফাজুল ইসলাম আজিজির নির্দেশনায় আজ ২১ রমজান, ১৩ এপ্রিল বৃহস্পতিবার নাসিরনগর কলেজ মোড়ে পথিক, ব্যবসায়ী, গাড়ির ড্রাইভার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে উন্মুক্তভাবে প্রায় তিন শতাধিক ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম,হরিপুর সুন্নীয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক জনাব জালাল উদ্দীন স্মৃতি সংসদের সম্মানিত উপদেষ্টা আরিফুল হক সেলিম সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল হক পাঠান রাব্বি, মাওলানা ক্বারী সোহেল আহমদ রেজা, মাওলানা ক্বারি আব্দুল হাকিম, হুসাইন মোস্তফা, মাওলানা ক্বারী শফি উদ্দীন কাদ্বরী এবং অন্যান্য কার্যকরী সদস্যসহ প্রমুখ।
পথচারীদের মাঝে ইফতার বিতরণের,পর সদস্য হাফেজ ক্বারি মিজানুর রহমানের সঞ্চালনায় সাহেব বাড়ি রেস্টুরেন্টে আহলে বায়েত ও মাওলা আলী (রা) স্মরণে মিলাদ, কিয়াম ও মোনাজাত করা হয়।