ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুম্মার নামাজে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুষিতে সিজল মিয়া (৪৬) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (৫ মে) জুম্মার নামাজের সময় পৌর এলাকার আলমনগর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সিজল মিয়া একই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল।
শুক্রবার জুম্মার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক হয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি কিল-ঘুষি হয়েছে। কিল-ঘুষিতে সিজিল মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
৬৮ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৯২ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৩ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৪ দিন ৩৩ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
১১৫ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২১ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে