ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সোমবার(২২/৫) সকালে সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে স্মার্ট ভূমিসেবা বিনির্মাণে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন ইউএনও একরামুল ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, ওসি সাইফুদ্দিন আনোয়ার, সাংবাদিক সঞ্জয় সাহা, শ্যামা প্রসাদ চক্রবর্তী, আবু কাউসার ও মিঠু সূত্রধর প্রমূখ। সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংএ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, ২২ হতে ২৮ মে সপ্তাহব্যাপী প্রতিদিন স্মার্ট ভূমিসেবায় ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান(পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ ও ভূমি সংক্রান্ত অভিযোগ বিষয়ে অনলাইনে প্রতিদিনের ন্যায় সকল সেবা দেয়া হবে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে জনসচেতনতা মূলক আলোচনা সভা এবং অতি দ্রুত সময়ে ভূমি সেবা দিতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জনসাধারণ ঘরে বসে ডিজিটাল বাংলাদেশে ১৬১২২ নম্বরে কল করে ভূমি সেবা পেতে পারেন।
৬৮ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৯২ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৩ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৪ দিন ৩৩ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
১১৫ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২১ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে