নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খরস্রোতা তিতাস নদীর কুকুরিয়া ব্রিজ সংলগ্ন খালে গরু নিয়ে পাড় হওয়ার সময় খরস্রোতে ডুবে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি হলেন উপজেলার গোকর্ণ ইউনিয়ন এলাকার গোকর্ণ কপালী পাড়ার কৈলাস নন্দীর ছেলে চিত্ত রঞ্জন নন্দী (৬৫)।
জানা গেছে, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা ঢলে তিতাস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘুর্নি সৃষ্টি হয়।
গরু চড়াতে গিয়ে এপাড় থেকে ওপারে খাল পাড় হতে গিয়ে নিখোঁজ ব্যক্তি অসাবধানতাবশতঃ পা পিছলে ডুবে যান এবং একপর্যায়ে নিখোঁজ হন।স্থানীয় লোকজন,পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকাল ১১ ঘটিকা হতে সারাদিন খোঁজাখুঁজির পরও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা ৬ টার দিকে দূরবর্তী খরস্রোতা নদীর বুকে চিত্ত নন্দীর মরদেহ ভেসে উঠে।
স্থানীয়দের সহায়তায় তার মরদহে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
৬৮ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৯২ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৩ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৪ দিন ৩৩ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
১১৫ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২১ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে