নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা: দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল নির্মূলের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধ চায়না দুয়ারী ম্যাজিক জাল জব্দ ও এর সাথে জড়িত দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা হয়। উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের সংলগ্ন কেরুলকোপা বিলে এবং খাগালিয়া ও চাতলপাড় বড়বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় খাগালিয়া থেকে ৪৫টি অবৈধ রিং জাল ও চাতলপাড় বড়বাজারের ৬টি দোকান থেকে ৭৫টি রিং জাল এবং ১২২৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। আটকৃত রিং জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জালের মূল্য প্রয় ১৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় রিং জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জালসহ ২জনকে আটক করা হয় এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মো: মোনাব্বর হোসেন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, এস আই মিজানুর রহমান, বাজার কমিটির সম্পাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে চাতলপাড় কলেজ মাঠে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতে দোষী ব্যক্তিদের অর্থদন্ডসহরিং জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
৬৮ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৯২ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৩ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৪ দিন ৩৩ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
১১৫ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২১ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে