ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় এনজিও স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নুরপুর গ্রামে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদের বাড়ির আঙ্গিনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ উপস্থিত ছিলেন। এসময় স্বপ্নতরীর নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভুইয়া,সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম,পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ সাজিদ খান উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে তেল,আলু,ডাল,পেঁয়াজ,চিনি ও মুড়ি। ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মফিজ উদ্দিন আহমেদ ফরিদ সমাজের বিভিন্ন সংগঠন ও বিত্তশালীদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
৬৮ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৯২ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৩ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৪ দিন ৩৩ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
১১৫ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২১ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে