মহেশখালীর ধলঘাটার মানুষের আস্থা ঠেকলো নৌকায়, ৩৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হলেন আহসান উল্লাহ বাচ্চু।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলে যা শেষ হয় বিকাল ৪ টায়। এরপর ভোট গণনা শেষে এক এক করে প্রত্যেক কেন্দ্রের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশ করেন দায়িত্বপ্রান্ত রিটার্নিং কর্মকর্তা। এতে ৩৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্চুকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২৭ ভোট। ৯টি কেন্দ্রের মোট ভোট সংখ্যায় ৯৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয় নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু।
নির্বাচিত হওয়ার পর টিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাচ্চু বলেন, ‘আমি ধলঘাটাবাসীর প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাসহ আর ইউনিয়নের সকল নাগরিকের প্রতি আমি ঋণী। আগামীকাল থেকে আমি নিজস্ব অর্থায়নে ধলঘাটার উন্নয়ন কাজ শুরু করবো’।
শান্তিপূর্ণ ভাবে চলা এই দ্বীপ ইউনিয়নের ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রত্যেক কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে প্রায় একতৃতীয়াংশের অধিক। সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে ২ নং ওয়ার্ডে ৮২%।
৪ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ৫১ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে