পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় যানজট নিরসন ও নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অতিরিক্ত মূল্যে আদায়, নিম্নমানের পণ্য সরবরাহ ও নিষিদ্ধ পলিথিন কারেন্ট জাল মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।
এসময় পেকুয়া বাজারের নুর কবির সওদাগরের মালিকানাধীন পলিথিনের দোকানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল বিক্রির দায়ে ৩০ হাজার ও যত্রতত্র মালামাল রেখে রাস্তা প্রতিবন্ধকতা করে যানজট সৃষ্টি করার দায়ে ১১মামলায় দণ্ড বিধি ১৮৬০ সালের ২৯১ ধারায় মোট ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে পেকুয়া বাজারের যানজট মুক্ত রাখতে চলাচল রাস্তায় ভাসমান হকারদের উচ্ছেদ করা হয় ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা সাংবাদিকদের জানান, পেকুয়া বাজার এলাকা যানজট মুক্ত রাখতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ ও পণ্যের মান নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পেকুয়া থানার এস আই হেশাম উদ্দিন, এস আই অমর বিশ্বাস, এএসআই রুপন,এএসআই জয়নাল আবেদীন,এএসআই সামশুদ্দিন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের অফিস সহায়ক সালাহউদ্দিন পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন,সহসভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক সাহেদ ইকবাল, ডিরেক্টর জাফর আলম, মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
৪ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৪৪ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে