কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মাহফুজের ঘোনা নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত ৫.০০ একর বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৯টায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশে দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল, ওয়ালা বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি ও স্টাফদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু বলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অবৈধভাবে জবরদখলে থাকা বনবিভাগের জায়গাটি এর আগেও একবার দখলমুক্ত করে বনায়ন করা হয়েছিলো। পুনরায় বনদস্যুরা তাদের দলবল নিয়ে বনায়ন কেটে দখল করে নেয়। সরকারি নীতি অনুসারে “বনভুমি অন্য কারও দখলে থাকবে না।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশে উখিয়া রেঞ্জের সকল বিট কর্মকর্তা মিলে আজকে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া দখলমুক্ত করা জায়গায় অর্জুন, আমলকি, বহেরা, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির ৫ হাজার চারা রোপণ করা হয়।
তিনি আরও জানান, ভূমিদস্য বেলাল কর্তৃক এই জায়গাটি দখল করা হয়েছিলো, বেলাল নিজেকে কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক কখনো আবার নিজেকে বন উদ্যোক্তা পরিচয় দেয়। প্রকৃতপক্ষে তিনি একজন ভূমিদস্যু।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, দোছড়ি বিটের আওতাধীন মাহফুজের ঘোনা এলাকায় ভূমিদস্যু বেলাল কর্তৃক জবরদখলকৃত ৫:০০ একর জায়গা দখলমুক্ত করে সামাজিক বনায়ন করা হয়েছে।
ইতিপূর্বে ভূমিদস্যু বেলালের বিরুদ্ধে একটা মামলা হয়েছিলো। তার বিরুদ্ধে পুনরায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
৪ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ৫১ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে