সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়াতেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মধ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) উপজেলার কোর্টবাজারে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি মাস থেকে সারাদেশে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের দেওয়া চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। একটি পরিবারে গড়ে ৫ সদস্য থাকে। ফলে এক কোটি মানুষকে দিলেও সুবিধাটা পাচ্ছেন ৫ কোটি মানুষ।
এ দিকে বিতরণের ফলে ন্যায্যমূল্যে তেল, ডাল কিনতে পেরে উপকারভোগীরাও খুশি। এবার তারা তেল এবং ডালের সঙ্গে চালও পাচ্ছেন।
জানা যায়, সারাদেশে টিসিবির এই কর্মসূচিতে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার যুক্ত হয়েছে। তাদের ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল দেওয়া হচ্ছে। টিসিবির ডিলাররা নির্ধারিত দিন ও সময়ে এই বিতরণ কর্মসূচির বাস্তবায়ন করছেন। ফলে একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি ও ১৫০ টাকায় পাঁচ কেজি চাল কিনতে পারছেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের অভিঘাত শেষ হতে না হতে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের কারণে ইউক্রেন থেকে দানাদার খাদ্য আমদানি সীমিত হয়ে যায়। ফলে সারা বিশ্বে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বাংলাদেশেও পণ্যের মূল্য বৃদ্ধি পায়। ফলে আর্থিক সংকটের মুখে পড়ে সীমিত আয়ের মানুষ। তাদের এই দুর্ভোগ লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনার ফসল হিসেবে দেশের নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করার জন্য এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যের পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার।
তবে এর আওতায় সব মধ্যবিত্তদের আনতে পারলে আরও ভালো হবে বলেও জানান উপকারভোগীরা।
টিসিবি পণ্য বিতরণ উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও ডিলার আবুল মঞ্জুর প্রমুখ।
৪ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ৫১ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে