কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের মাছ শিকার করতে গিয়ে মো. হেলাল উদ্দিন (২৫) নামেন এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ জেলে-টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড মিয়ার পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
বুধবার (১৯ জুলাই) ভোরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে সাগরে মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ জেলের পিতা নুরুল আলম।
নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের পিতা নুরুল আলম বলেন,ভোরে আমার ছেলেসহ আরো ৪-৫ জন জেলে ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকায় করে জাহাজপুড়া ঘাট দিয়ে সাগরে মাছ শিকারে যায়। যাওয়ার আধা ঘণ্টা পরে সেই নৌকা থেকে পড়ে যায় বলে তার সাথে থাকা অন্যান্য জেলেরা জানায়।এরপর থেকে আমার ছেলের খোঁজ পাচ্ছিনা। এখনও পর্যন্ত আমার ছেলের কোন হদিস পাওয়া যায়নি।
৪ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৪৪ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে