গতকাল ১৯জুলাই বিকালে মুজিব বর্ষের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে জনৈক ঠিকাদার এনামুল হকের সঙ্গে রাজমিস্ত্রী হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মৃত সোনা আলীর পুত্র মোহাম্মদ ইব্রাহীম টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সাথে ফিরে আসার সময় ১৪নং ব্রীজ এলাকায় পৌছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।
রাতে এই খবর বাড়ি পৌছার পর ঘরের মধ্যে কান্নার রোল পড়ে। তার সংসারে ছোট ছোট ৪জন ছেলে মেয়ে রয়েছে। অপহৃত ইব্রাহীমের ব্যবহৃত মুঠোফোন থেকে কল করে ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
স্থানীয় সচেতনমহলের ধারণা, টেকনাফ সিএনজি ষ্টেশন বেশ ধারণ করে অপহরণকারী চক্রের সদস্যরা রয়েছে। মুলত এসব অপরাধীরাই পাহাড়ি ডাকাত দলকে তথ্য দিয়ে টার্গেট করা লোক অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে।
এর আগেও প্রধান সড়কের এই পয়েন্টে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছিল। মুলত আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা না থাকায় অপরাধীরা আবারো সক্রিয় হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে উক্ত পয়েন্টে দ্রুত পুলিশী টহল জোরদারের দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে