কক্সবাজারের রামুতে টিসিবি ডিলারদের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। শনিবার, ২২ জুলাই সকালে রামু চৌমুহনী স্টেশনে টিসিবি ডিলার মাস্টার নুরুল আমিনের মেসার্স মাস্টার্স বিল্ডার্সে টিসিবি পণ্য ও খাদ্য সামগ্রী উপকারভোগীদের মাঝে বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
উদ্বোধনকালে ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন- এতদিন টিসিবির মাধ্যমে পণ্য সামগ্রী এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ওএমএস এর খাদ্য সামগ্রী (চাল) পৃথকভাবে বিতরণ করা হতো। কিন্তু সরকার সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এখন থেকে টিসিবির মাধ্যমে দুটি মন্ত্রণালয়ের সমন্বয়ে টিসিবি পণ্য ও চাল একসাথে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। এর ফলে উপকারভোগীদের বারবার না এসে একবার এসেই টিসিবি পণ্য ও চাল একসাথে ভর্তুকি মূল্যে ক্রয় করার সুযোগ পাচ্ছে। জেলা প্রশাসনের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনও কাজ করছে। তিনি আরও জানান- রামু উপজেলার ১১টি ইউনিয়নে ৩ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে