কক্সবাজার চকরিয়ায় মোবাইল চোর সন্দেহে শেফায়েত হাবিব(২০) এক যুবককে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা কালাগাজী সিকদার পাড়া ও স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাবেদ।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, নিহত যুবকের বন্ধু তারিকুল ইসলাম মিশুর(২০)একটি মোবাইল চুরির ঘটনা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
আসামি তারিকুল ইসলাম মিশুর একটি এন্ড্রয়েড মোবাইল চুরির পরে সে একজন বৈদ্য (তান্ত্রিক) থেকে জানতে পারে যে মোবাইল নিহত যুবকের কাছে রয়েছে । পরে এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে বাকবিতন্ডায় হয়।বাকবিতন্ডার এক পর্যায়ে তারিকুল ইসলাম মিশু বন্ধু শেফায়েত হাবিবকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় (২৫জুলাই) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের কেউ থানায় এজাহার দিলে মামলা রেকর্ড হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে