২৬ জুলাই (বুধবার) রাতে বাজার এলাকায় কাজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। পরে মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
চার তলা ফাউন্ডেশনের দুইতলা বিশিষ্ট মাছ বাজারে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপনে করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টু।
উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সদর ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজ,সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমুসহ আরো অনেকে।
এই অনুষ্ঠানে রাজনৈতিক,ব্যবসায়ী প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ ব্যবসায়ীও অংশ নেন।
উল্লেখ্য যে, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দীর্ঘ তিন বছরের প্রচেষ্টা ও ব্যবসায়ীদের দুর্দশা লাঘবে বহুল প্রতীক্ষিত এই মার্কেট ভবন স্থাপনে ব্যবসায়ী মহলের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে