কুমিল্লার বরুড়ায় গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। গত (১৩ মে) শনিবার রাতে বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের জোয়াগ গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত, হোসাইন (০১) জোয়াগ গ্রামের দেলোয়ারের ছেলে। জানা যায়, শনিবার রাতে হোসাইনের মা তাকে একটি লিচু খাওয়ার জন্য মুখে দেয়। কিন্তু হোসাইন লিচুটি খেতে খেতে এর বিচিটিও গিলে ফেলার চেষ্টা করে। এ সময় গলায় বিচি আটকে গেলে স্বজনরা তা বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরুড়া থানার ওসি প্রনব ভট্টাচার্য বলেন, ঘটনাটি শুনতে পেরেছি। মা বাবার অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটে। সম্পূর্ণ বিষয় জানার জন্য খবর নিচ্ছি।
২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে