◾ কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৭টায় লাকসাম-নোয়াখালী রেল লাইনের লাকসাম পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস (আপ-৭১১) ট্রেনটি ঐ স্থান অতিক্রমকালে রওশন ট্রেনে কাটা পড়ে।
নিহতের ছেলে শাফি (১৭) জানান, ৪ মাস আগে রওশনের দ্বিতীয় স্বামী খিলার মোতালেব হোসেনের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছেন।
রওশন বিনতে শফিক মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। রওশন লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। ছেলে-মেয়েকে নিয়ে তিনি উত্তর লাকসাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নোয়াখালী রেলগেইটের গেইটম্যান মাহফুজুর রহমান জানান, ট্রেন আসার সময় গেইট নামানোর পর গেইটের অদূরে দেখি পৌর ভবনের সামনে এ মহিলা ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে