জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে কুমিল্লার চান্দিনায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন আলী আহম্মদ। বর্তমানে তিনি দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ে সিনিয়র শিক্ষক । তিনি দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০০৩ সালে যোগদানের পর থেকে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতায় ইভেন্টে অংশ গ্রহণকরে বিদ্যালয়ের সুনাম অর্জন করেন। স্কাউটের জাতীয় কমডেকা ২০১৮ জাতীয় স্কাউট জাম্বুরী ২০১৯, ২০২৩ সনে ৩২তম এশিয়া প্যাসিফিক ও ১১তম স্কাউট জাম্বুরী মৌচাক গাজীপুরে ইউনিট নিয়ে অংশ গ্রহন করে সুনাম অর্জন করেন। তার ইউনিট উপজেলার শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়। এবং তার ইউনিটের তাসমিয়া সুলতানা উপজেলার শ্রেষ্ঠ গার্ল ইন স্কাউট ২০২৩ সনে জাতীয় শিক্ষা সপ্তাহ শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়।
শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি স্কাউট গুরু কুমিল্লা অঞ্চলের সাবেক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি জনাব আব্দুল আউয়াল সরকার ও স্কাউট ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান আহম্মদ সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও কুমিল্লার চান্দিনায় জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক আতিক উল্যাহ, তিনি উপজেলা আইসিটি অ্যাম্বাসেডর সেই সাথে ব্লাড ডোনেশন এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হবে।
২০ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে