সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৩ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক এমপি।
এ উপলক্ষে চান্দিনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপশ শীল, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, কাউন্সিলর আবু কাউসার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব মোর্সালিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. হাসিনা আকতার, সার্জারী ডা. সাজ্জাদ হোসেন, ডা. কৌশিক, ডা. নুরুজ্জামান, ডা. তৃদিভ কুমার কর, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত চক্রবর্তী, ডা. ফারিয়া আফরোজ, ডা. হাফসা বিনতে হাফিজ, ডা. তাজুল ইসলাম, ডা. রোমানা, ডা. কায়সার বিন ওয়াহিদ প্রমুখ।
এসময় সুশীল সমাজ নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মী, সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে