কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার

চান্দিনার গল্লাইয়ে অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে তোপের মুখে ম্যাজিস্ট্রেট: আহত ১, আটক ২

কুমিল্লার চান্দিনায় অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে তোপের মুখে পড়েন ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৩টায় উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই উত্তর পশ্চিম পাড়া রব মেম্বারের বাড়ির পাশে ওই ঘটনা ঘটে। এসময় ড্রেজার মালিকের লোকজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নৈশ প্রহরী মো. আরজ কে মারধর করে। আরজ চোখে ও হাতে আঘাত পায়। বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে মীরাখোলা গ্রামের মৃত কদম আলীর ছেলে দিদার হাসান ও শাহ আলম এর ছেলে নূরে আলম কে আটক করে চান্দিনা থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গল্লাই গ্রামের মৃত আবু ইউসুফ এর ছেলে আলাউদ্দিন গল্লাই উত্তর পশ্চিম পাড়ায় রব মেম্বারের বাড়ির পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তেলন করছিলেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পৌঁছে ড্রেজারের মেশিন ও মালামাল জব্দ করছিলেন। এসময় ড্রেজার মালিক এর ভাই জসিম উদ্দিনসহ তাদের লোকজন এবং স্থানীয় আরও কিছু লোকজন মিলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাঁধা দেয়। এসময় তারা একজন সরকারি কর্মচারীকে মারধর করে। পরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, উপজেলার কয়েকটি স্থানে অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি উত্তোল করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। গল্লাই গ্রামে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে ড্রেজারের মেশিন ও মালামাল জব্দ করার জন্য সঙ্গীয় আনসার ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়। পাইপ অনেক দূর পর্যন্ত বিলের দিকে গেছে। সেখান থেকে পাইপগুলো জব্দ করার সময় আমার স্টাফ আরজকে মারধর করে ড্রেজার মালিকের লোকজন।

তিনি আরও জানান, আরজ চোখে ও হাতে আঘাত পেয়েছে। সাবল দিয়ে আরজকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেন। এব্যাপারে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

এদিকে ড্রেজার মালিকের ভাই মো. জসিম উদ্দিন বলেন-ড্রেজার ভঙচুর করার সময় আমি তাদেরকে বলেছিলাম যা ভেঙেছেন থাক। আর ভাঙবেন না। কিন্তু তারা আমাদের কোন কথা শুনেনি। এদিকে সন্ধ্যায় তার বাড়িতে একটি পক্ষ হামলা চালিয়েছে বাড়ি-ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ জন কে আটক করেছি।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন-ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের করা হবে।

আরও খবর