কুমিল্লার চান্দিনায় শিক্ষার মান উন্নয়নে বাতাঘাসী ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় সমূহের ছাত্র ছাত্রীদের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৮ জুলাই সকালে উপজেলার মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এ ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
সন্তানের শিক্ষা লাভে, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষ করে মায়ের ভূমিকা তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এম.পি।
এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান, ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ছাদেকুর রহমান, আমেরিকা প্রবাসী মাওলানা শাহ আলম খান, মহসিন সারোয়ার, মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, কুদ্দুছ মেম্বার, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম প্রমুখ।
৭ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ দিন ৩৬ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে