পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতা প্রসার, এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- হারং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান, উপজেলা ব্র্যাক শিক্ষা কর্মসূচি প্রোগ্রামার সুপার ভাইজার মো. খোরশেদ আলম, হারং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খুরশীদ আলম। সভা শেষে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
১১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
২১ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
২২ দিন ৩৬ মিনিট আগে