কুমিল্লার চান্দিনায় মহারং সাব রেজিস্ট্রি জামে মসজিদের খতিব মাওলানা মো. আরিফুর রহমানের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়। দীর্ঘ ১০ বছর যাবত মসজিদটিতে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আরিফুর রহমান। সম্প্রতি নিউজিল্যান্ডে চাকুরীর উদ্দেশ্যে পাড়ি জমানোর কথা রয়েছে তার। এজন্য মসজিদ কমিটি ও মুসল্লীরা মাওলানা আরিফুর রহমান কে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) জুমা'র নামাজ শেষে মসজিদে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার আহমেদ নাদিম।
এসময় মসজিদ কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মসজিদ কমিটির সহ-সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খাদেম দুলাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সেলিম হোসেন, হাফেজ আলী আকবর ভূইয়া, সদস্য আবদুল কুদ্দুস জনি, মো. সালাউদ্দিন, মাওলানা মো. ইমরান হোসাইন, মো. জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী খতিবকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন মসজিদ কমিটি।
৫ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
২৪ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে