বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক তরফা নির্বাচন বাতিল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চান্দিনা পশ্চিম বাজার ওয়াপদা সড়ক থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘কমরেড সুজাত আলী সমাজ গবেষণা কেন্দ্র’ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেন- একতরফা নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাই একতরফা নির্বাচন বাতিলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি আরোও বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শাসকগোষ্ঠী এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে, এ সরকারসহ কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারার সম্ভাবনা নেই।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন- এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে ব্যবস্থা পাল্টাতে হবে এবং আওয়ামী লীগ-বিএনপি মেরুকরণের বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের মেম্বার ও কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে এবং সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অডভোকেট কমরেড অশোক জয় দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্ততা করেন- সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশ কর।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সিপিবি’র কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজ উদ্দিন আহমেদ, কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিকাশ দেব, কমরেড নূর আহমেদ, জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু কুমার নন্দী, কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল, কমরেড আব্দুুর রব, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বাঙ্গালী, নারী নেত্রী কমরেড সুফিয়া বেগম প্রমুখ।
১ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে