ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। ৫ এপ্রিল শুক্রবার সকালে পূবালী নামক এলাকায় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ও ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)।
ফেনী রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন সকাল সোয়া ৮টার দিকে ফেনীর মুহুরীগজ্ঞে এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। লাইনে ট্রাক পড়ে থাকায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল করছে অপর লাইনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান।
ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশা করি, স্বল্প সময়ে মধ্যে লাইন চালু হয়ে যাবে। কী কারণে দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করা হবে। কারো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।
২ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪ দিন ২৭ মিনিট আগে
১৮ দিন ৫৩ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে