কুমিল্লা চৌদ্দগ্রামে যুবলীগ নেতা মোঃ কামরুলের মাছের প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ কামরুল। শুক্রবার উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন ও জঙ্গলপুর গ্রামের মাঝে ডাকাতিয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কামরুল কয়েক বছর ধরে সাড়ে ৮ একর জায়গায় ‘বুদ্দিন মৎস সমবায় সমিতি’র নামে মাছের প্রজেক্ট পরিচালনা করছেন। তিনি বুদ্দিন গ্রামের মরহুম আবদুর রাজ্জাকের ছেলে। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘোচানোর। কিন্তু দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষাক্ত গ্যাস ট্যাবলেটে ভেঙে গেল সেই স্বপ্ন। শুক্রবার জুমআ’র নামাজের পর প্রজেক্টে গিয়ে দেখা যায় আশ-পাশের মানুষ মরা মাছ ধরছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোরে দূর্বৃত্তরা প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেয়। আস্তে আস্তে সব মাছ মরে ভেসে উঠে।
ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা মোঃ কামরুল বলেন, ‘প্রজেক্টে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কার্প, গ্রাসকার্পসহ নানা মাছ ছিল। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেব’।
স্থানীয় ইউপি মেম্বার শরীফ আহমেদ শাহীন বলেন, ‘খবর পেয়ে প্রজেক্টে গিয়ে দেখি-সব মাছ মরে ভেসে উঠেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই’।
২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ২৯ মিনিট আগে
১৮ দিন ৫৬ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে