চৌদ্দগ্রাম কাশিনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
আগামী ২০ অক্টোবর রোববার বিকাল ৩টায় চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে কাশিনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান ও সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন।
উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবু বকর সিদ্দিকী’র সভাপতিত্বে ও কাশিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ মহসীন কবিরের সন্ঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে বিভাগ ভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়। উপস্থিত সকলকে তার নিজ দায়িত্ব ভালোভাবে পালন করার মাধ্যমে তাফসীর মাহফিলকে সফল করার জন্য আহবান জানানো হয়। সর্বোপরি মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।