চৌদ্দগ্রাম বাতিসায় অস্বচ্ছল পরিবারকে নতুন ঘরের ঢেউটিন উপহার দিলো জামায়াত ইসলামী.
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের অস্বচ্ছল পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি নতুন ঘরের ঢেউটিন উপহার দেওয়া হয়েছে। শনিবার(৮ মার্চ) দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন হস্তান্তর করেন চৌদ্দগ্রাম উপজেরা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের বাতিসা ইউনিয়ন আমীর মাওলানা সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর ও সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ মাহফুজ, শ্রমিক নেতা মীর হোসেন, শেখ ফরিদ, মালয়েশিয়া প্রবাসী কাজী জাফর আহমেদ প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, এই উদ্যোগের ফলে অস্বচ্ছল পরিবার এক নতুন আশ্রয় পেয়েছে। যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। জামায়াতে ইসলামীর এই কার্যক্রম সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। যেখানে মানবিক সহায়তা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে সমাজে একটি পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।