রাজধানী ঢাকার সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি’র সম্পাদক ও সাভার প্রেসক্লাবের বর্তমান সভাপতি নাজমুস সাকিব গতকাল বৃহস্পতিবার পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। তিনি গতকাল দুপুর ১.১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স যোগে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পবিত্র হজ¦ব্রত পালন শেষে আগামী ২৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
নাজমুস সাকিব সময়ের স্বল্পতার কারণে অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি। তিনি ও তার পরিবারের যে কোন ভুলের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়া তিনি যে কোন ভুল এবং অজ্ঞতাবশত কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্বে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজ্বের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই হজ্বের সার্বিক প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকার।
চলতি বছর ২১ মে হজ্বের প্রথম ফ্লাইট শুরু হয়। হজ্বে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ্ব পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই থেকে। হজ্ব যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ্ব ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ২২ জুন বিমানের হজ্ব ফ্লাইট শেষ হবে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে এ বছর বাংলাদেশ থেকে।
৩ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে