জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে : মৌলভীবাজার জেলা প্রশাসক জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচবিবিতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেফতার দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ

সাভারে ফুটপাত দখল করে চলছে হকারী,লাখ,লাখ টাকার চাঁদাবাজি প্রতিদিন।

ছবি- সংগ্রহীত


রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী শহর সাভার। এই সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাত অবৈধভাবে দখল করে হকার্সরা ব্যবসা করছে চলেছে। আর এই হকার্সদের কে পুজি করে গড়ে উঠেছে ৩টি হকার্স সংগঠন। এ সংগঠনের নেতারা সাভার বাজার বাস্ট্যান্ডের পূর্ব এবং পশ্চিম পাশ ভাগ করে বেপরোয়া চাঁদাবাজী করে চলেছে প্রতিনিয়ত। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের উভয়পাশে ৬ শতাধিক এর বেশি ভাসমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে সংগঠনগুলো।



সাভারে অবৈধ ভাবে গড়ে ওঠা ৩টি হকার্স সংগঠন হলো বাংলাদেশ হকার্স লীগ-এর সাভার উপজেলা ও পৌরসভা শাখা, আওয়ামী হকার্স লীগ এবং ছিন্নমূল হকার্সলীগ। এরমধ্যে বাংলাদেশ হকার্সলীগ সাভার উপজেলা ও পৌরসভা শাখার নিয়ন্ত্রণে রয়েছে মহাসড়কের পূর্বপাশ এবং আওয়ামী হকার্সলীগ ও ছিন্নমূল হকার্সলীগের দখলে রয়েছে পশ্চিমপাশ। মজার ব্যাপার হচ্ছে, এ ৩টি সংগঠনের সাভার উপজেলা ও পৌর কমিটি নাম করা হলেও তাদের কার্যক্রম শুধু সাভার বাস্ট্যান্ডে। এর বাহিরে তাদের কোন কার্যক্রম নেই। এ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২-৪ জন নেতা চাঁদাবাজীর মাধ্যমে অর্জিত টাকা থেকে মাসে ১৫ থেকে ২৫ হাজার টাকা বেতন নেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এ টাকা থেকে কিছু রাজনৈতিক নেতা এবং প্রশাসনকে ম্যানেজ করতে ব্যয় করা হয়।


এ ৩টি সংগঠনের মধ্যে আওয়ামী হকার্সলীগ ও ছিন্নমূল হকার্সলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। তবে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌরসভা শাখার সম্মেলন হয়েছে গত ২৪ জানুয়ারি। যদিও তার ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও এখনো তা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে কমিটির পদ প্রত্যাশিরা।


হকার্স সংগঠন তিনটির দায়িত্বে রয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশ বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম ও কামাল হোসেন। ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে আওয়ামী হকার্সলীগের উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক লিটন খাঁন এবং ছিন্নমূল হকার্সলীগ সভাপতি শফিউল ইসলাম ও হানিফ দুলাল।


জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশের বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌরসভা শাখার নামে চাঁদা আদায় করা হয়। আগে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জনের মাধ্যমে চাঁদা আদায় করলেও তা এখন ভিন্নভাবে আদায় করেন। প্রতিদিন ১০ হাজার ৫শ’ টাকা হারে ডাকের মাধ্যমে অগ্রীম নেন সংগঠনের নেতারা। জানা যায়, ডাকের এ চাঁদা আদায় করছে জুয়েল, দেলোয়ার, আনোয়ার ও তারেক।


অন্যদিকে, মহাসড়কের পশ্চিমপাশে আওয়ামী হকার্সলীগ এবং ছিন্নমূল হকার্সলীগের ব্যানারে চাঁদা আদায় করা হয়। সেখানেও প্রতিদিন ৯ হাজার টাকার হারে ডাকে দেওয়া হয়। এ ইজারা তাদের সংগঠনের সিনিয়র নেতারাই প্রতিমাসে নিয়ে থাকেন বলে সূত্র জানান। হকার্স নেতা হারুনের নেতৃত্বে ভাসমান দোকান থেকে চাঁদা আদায় করা হয়। চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে আওয়ামী হকার্সলীগের উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আকন্দ বলেন, আমরা কোন চাঁদাবাজি করি না। হকার্সদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় তা সংগঠনের জন্য। তবে কত টাকা নেওয়া হয় মোবাইলে বলা যাবে না বলেও জানান তিনি।


প্রতিদিন ফুটপাত ইজারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা বলেন, আমি জেল থেকে আসার পর থেকে সংগঠনের অফিসেই আমাকে ঢুকতে দেওয়া হয় না। তবে প্রতিদিন ১০ হাজার ৫শ’ টাকা করে ডাক উঠে ফুটপাত থেকে এটা শুনেছি।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে উভয়পাশ এবং ফুটওভার ব্রিজসহ বিভিন্নস্থানে প্রতিদিনই নতুন করে বসছে ভাসমান দোকান। ব্রীজের গোড়ায় হকার বসাতে সাধারন মানুষের ব্রীজে ওঠানামা করতে অসহনীয় কষ্ট ভোগ করতে হয়। তবে চাঁদাবাজির জন্য ফুটপাতে হকার বসানো ফলে প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার পথচারী। সাধারণ মানুষের দাবী মহাসড়কের দুইপাশ ও ফুটওভার ব্রীজের উপর থেকে হকারদের উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হোক।

আরও খবর