ছুটি মানে ছুটছি দৌড়ে দূরে
ছুটি মানে ওই নীল পাবনের রঙিন ঘুড়ি।
ছুটি মানে ফুটবলের ওই গোল,
ছোট সোনার হাসিতে ঝিলমিল।
ছুটি মানে অবুঝ মনে
ঘুরে বেড়াই সবুজ বনে।
দাদীর সাথে পিঠা খাওয়া,
বাবার সাথে বেড়াতে যাওয়া।
ছুটি মানে পুতুল খেলা ,
খেলাধুলা যেন সারাবেলা।
ছুটি মানে সৃষ্টি সুখের জলের আছাড়ে
বৃষ্টি এলে মনে ঘন আষাঢ়ে।
ছুটি মানে নানান ফুলের হাসি
যাকে আমরা সবাই ভালোবাসি।
স্বর্ণা তালুকদার
কবি
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৪ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৪১ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে