উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

বীমা কেন করবেন? আসুন জেনে নেই

মানুষের জীবন, স্বাস্থ্য ও সম্পদের ঝুঁকি আবহমানকালের। প্রাচীনকাল থেকেই মানুষ ক্ষয়ক্ষতি, দুর্যোগ, দুর্ঘটনা মোকাবিলা করে আসছে। ভবিষ্যতে কী ঘটবে, তার নিশ্চয়তা নেই। এ জন্য মানুষ চায় নিরাপত্তা। ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তার জন্য ১৩০০ শতক থেকে বীমার প্রচলন শুরু হয়। ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক বীমা শুরু হয় ১৮১৮ সালে। সময়ের বিবর্তন ও জীবনযাপনে নতুন নতুন অনুষঙ্গ যত যুক্ত হয়েছে, বীমার ভঙ্গিতেও এসেছে পরিবর্তন। মোটাদাগে বীমা দুই ধরনের। প্রথমটি জীবন বীমা, দ্বিতীয়টি সাধারণ বীমা।

জীবন বীমাকে ভবিষ্যতের বন্ধু বলা হয়। একই সঙ্গে এটি সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করে। তাই দুনিয়াজুড়ে দিন দিন জীবন বীমার চাহিদা বাড়ছে। জীবন বীমা অনেক ধরনেরই হতে পারে। যেমন দুর্ঘটনা ও চিকিৎসাজনিত বীমা, সন্তানের শিক্ষার জন্য বীমা, অবসরগ্রহণজনিত বীমা ইত্যাদি। আবার রয়েছে স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদিসহ নির্দিষ্ট নানা মেয়াদের জীবন বীমা। কোন ধরনের জীবন বীমা নিজের চাহিদা আর সাধ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা শুধু না জানার কারণেই অনেকে নিজের প্রয়োজন অনুযায়ী জীবন বীমা করতে পারেন না বা ভুল বীমা করেন। তাই জীবন বীমার সম্পূর্ণ সুবিধা পেতে কয়েকটি বিষয় জেনে নেওয়া জরুরি।

বীমা করার আগে আপনাকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে হবে। আপনি মাসিক ভিত্তিতে কত টাকা প্রিমিয়াম হিসেবে দিতে পারবেন, তার ওপর ভিত্তি করে বীমা পলিসি নেওয়া উচিত। কেউ যদি তার সন্তানের শিক্ষাজীবন সুনিশ্চিত করতে চান, তবে তাকে শিক্ষাবীমা করতে হবে। যে পলিসি নিতে চান, তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এমনও হতে পারে, যে নতুন পলিসিটি আপনি নিতে চাচ্ছেন, তা হয়তো আপনার জন্য উপযুক্ত নয় কিংবা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য কোনো পলিসি আপনার জন্য উপযুক্ত হবে। কিংবা আপনার বর্তমান পলিসির সঙ্গে অতিরিক্ত কোনো সুবিধা যোগ করেই পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সমাধান। যে কোনো ধরনের বীমা করার আগে নিশ্চিত হয়ে নিন, আপনি নিয়মিত সময়ে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন কিনা। প্রিমিয়াম পরিশোধের পদ্ধতি হতে পারে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক। এটা জেনে নেওয়া দরকার, যাতে আপনি বাধাহীনভাবে নিয়মিত এবং সময়মতো প্রিমিয়াম দিতে পারেন।

বীমা পলিসি করার আগে সুবিধা ও বোনাস সম্পর্কে জেনে নিন। আপনার পছন্দের পলিসি থেকে আপনি কী কী সুবিধা পাবেন, অতিরিক্ত কোনো সুবিধা যোগ করা সম্ভব কিনা, ঋণ পাওয়া যাবে কিনা, কী রকম বোনাস পাবেন, কয়টি বোনাস পাবেন, কত বছর মেয়াদি করলে ভালো হয়, কত দিনের মাথায় আপনি বীমা সুবিধা পাওয়া শুরু করবেন, বীমা পলিসি পরিবর্তন করতে হলে করণীয় এবং বীমা না চালাতে চাইলে কী করবেন ইত্যাদি ভালোভাবে জেনে নিতে হবে। কোনো বিশেষ ক্ষেত্রে আপনি যদি আপনার পলিসির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রিমিয়াম পরিশোধ করা বন্ধ করে দেন, তবে আপনি নির্দিষ্ট কী পরিমাণ অর্থ পাবেন তা-ও স্পষ্ট করে জেনে নিন। নির্দিষ্ট সময় পরপর আপনার পলিসি সম্পর্কে খোঁজখবর নিন। বীমা পলিসি করার আগে আপনি কথা বলে নিতে পারেন জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির সঙ্গে। দেশে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা সুবিধা দিচ্ছে। আর সম্পত্তি বা ব্যবসার ওপর যে বীমা করা হয়, তাকে সাধারণ বীমা বলে। সাধারণ বীমা অনেক রকমের হয়, যেমন- বাড়ির বীমা, স্বাস্থ্যবীমা, গাড়ির বীমা, ভ্রমণ বীমা, ব্যবসার বীমা, ফসল বীমা ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগ, আগুন, ভূমিকম্প, বিদ্যুৎ, দাঙ্গার মতো ক্ষয়ক্ষতিতে বাড়ির বীমা করা থাকলে ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। যদি আপনার কোনো ধরনের গাড়ি থাকে, তার বীমা করানো খুব প্রয়োজন। কারণ, চুরি বা দুর্ঘটনা হলে আপনি আর্থিক ক্ষতির সুরক্ষা পাবেন।

Tag
আরও খবর

দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ

১ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে


ফিলিস্তিন - শাহীন খান

১ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে






ফাতেমা তুজ জোহরা'র বই "আঁধারে আকন্দ"

৩৬ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে