বৃষ্টির চমক দুপুরবেলা
বৃক্ষডালে পাখীদের মেলা।
ছোট খোকাসোনা খুশিতে পাগলপাড়া,
দেখে বৃষ্টির অঝোর ধারা।
নাচে রোদ-বৃষ্টিতে ময়না-টিয়ে
আজ নাকি খেক শিয়েলের বিয়ে !
ছুটে চলে দুরন্ত মন,
করে পাখির মতো বিচরণ।
প্রকৃতির খেলা দেখে নয়ন জুড়ায়,
শিখছে-দেখছে প্রকৃতির নতুন অধ্যায়।
স্বর্ণা তালুকদার
কবি,
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
১০ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩০ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৬ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৪১ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে