শুক্রবার বিকেলে টিনের উপরের জরা পাতা কুড়াইতে উঠলে ১১ হাজার বোল্ডের বিদ্যুৎ এর মেইন তার সাথে লেগে তার পুরো শরিল আগুনে পুড়ে ছাই । শুক্রবারে বিকালে নোয়াখালী সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামে অজি উল্যাহ মিয়ার নতুন বাড়ীর সন্তান তার বাসস্থান সেবারহাট বাজার সংলগ্ন উত্তর প্বাশে নিজ গৃহ হইতে ২০০ গজ সামনে এ ঘটনা ঘটে।
ছেলেটার পিতার পেশায় সল্প পরিসরে সেবারহাট বাজারে মাছ বিক্রেতা মোঃ রহুল আমিন ভূট্ট নামে বেশ পরিচিত (৩৭ ) সেবারহাট বাজারের উত্তর সংলগ্ন ধর্মপুর অজি উল্যাহ মিয়ার নতুন বাড়ী স্থানীয় বাসিন্দা। তাঁর ছেলের মোঃ আফসার হোসেন (রিফাত ) (১০) সেবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও জানান ছেলে খেলার মাঠে খেলতে গেলে এই ঘটনা ঘটে
শিশুটির চিৎকার জন্য প্রায়ই অনেক টাকা প্রয়োজন এলাকার অর্থ বিত্ত সম্পদশালী ব্যক্তিবর্গ প্রবাসীদের সু -নজর এবং প্রধানমন্ত্রীর দরিদ্র তহবিল থেকে কিছু অনুদানের একান্ত সুদৃড় দৃষ্টি কামনা করছি সেনবাগ উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করছে তার পরিবার বর্গ ছেলেটা তাৎক্ষিণ ভাবে এলাকার আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমান সেই আই সিও তে ভর্তি আছে।
কেউ সহ রিদয় বান ব্যক্রি যদি থাকে নিকটতম বিকাশ নম্বর - দেওয়া হলো 01715079651