অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাই নেই পূজা উদযাপন পরিষদের নির্বাচনে বললেন মিসেস আফরুজা বারী।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ ১৪ মার্চ সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সম্মানিত অতিথি হিসেবে ২৯-গাইবান্ধা,১-সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর উপস্থিত থাকার কথা থাকলেও তার সন্তান অসুস্থ হবার কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নি।
দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ বকসি সূর্য ও সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।
এতে ০১ টি পৌরসভা সহ উপজেলার ১৫ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের ১'শত ৩০ জন ভোটারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সারারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে মৃদাঙ্গ প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় দীপক কুমার সরকার বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিমাই ভট্টাচার্য মঙ্গল ঘট প্রতীক নিয়ে পান ৩২ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪জন প্রার্থী। এর মধ্যে বীনা প্রতীক নিয়ে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল্পনা গোস্বামী। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘন্টা প্রতীক নিয়ে বিশ্বজিৎ সরকার পান ৪৫ ভোট।
সম্মেলনে বক্তরা বলেন , মানুষে মানুষে কোন ভেদাভেদ হতে পারে না। মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। বঙ্গবন্ধুকে হারানো ছিলো জাতির জন্য দুর্ভোগ। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই। সংখ্যালঘুদের সাথে যে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে তার বিচার না হওয়ার ফলে সাম্প্রদায়ীকতা প্রকাশ পাচ্ছে। সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করতে হবে। কে হিন্দু? কে মুসলমান? কে বৌদ্ধ? কে খ্রিস্টান? এ রকম পরিচয়ে আমরা বাঁচতে চাইনা। আমরা অসাম্প্রদায়ীক বাংলাদেশ চাই।
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৮ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে