লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

অবৈধ ট্রাক্টর-ভটভটির বেপরোয়া চলাচল, দেখার নেই কেউ!!


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও বিভিন্ন গ্রামীণ সড়কগুলোতে বেপরোয়াভাবে চলছে মরণঘাতী যান অবৈধ কাঁকড়া (ট্রাক্টর) ও স্থানীয় বিভিন্নভাবে তৈরিকৃত ভটভটি । এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঘটলেও নেই প্রশাসনের হস্তক্ষেপ।

কাঁকড়া (ট্রাক্টর) মূলত কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো, আর জমিতে সেচ দেয়ার জন্য ব্যভ্ররত হওয়ার কথা ডিজেল চালিত স্যালোমেশিনের। ট্রাক্টর ও স্যালোমেশিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি করা হচ্ছে কাকড়া ও ভটভটি। যেগুলোর ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছুই তৈরি হচ্ছে কোন যান্ত্রিক মানদণ্ড ছাড়াই। কোন প্রকার ট্রেনিং বাদেই প্রাপ্ত বয়স্ক ব্যাক্তির চেয়ে  অপ্রাপ্তবয়স্করা বেশি চালাচ্ছে এ যান। যাদের নেই নূন্যতম অভিজ্ঞতা। দিন-রাত অবাধে সড়কে এসব অবৈধ যান চলছে। এতে অতিষ্ঠ সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষ।

কাঁকড়ার ইঞ্জিনসহ সামনের অংশটি মূলত জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়। যার নাম পাওয়ার টিলার। পাওয়ার টিলারের পেছনে আছে বডি। যা দিয়ে এখন অবাধে মাটি ইট, আলু, ধান-চালের বস্তা, কাঠসহ বিভিন্ন পণ্য সামগ্রী বহনের পাশাপাশি পশু ও মানুষ বহনের কাজও চলছে ঝুকিপূর্ণভাবে। 

আইন না মেনেই সকাল থেকে রাত পর্যন্ত এ যান চলছে। এতে করে এর বিকট শব্দে পরিবেশ যেমন দূষণ হচ্ছে। অন্যদিকে পথচারীরা দূর থেকেই কাঁকড়ার ভয়ংকর শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে ওঠেন। শুষ্ক মৌসুমে সড়কে এসব ট্রাক্টর চলায় রাস্তার পাশের বাড়িঘরের অবাধে ঢুকছে ধুলা বালি । এটি দিয়ে মাটি পরিবহনের কারণে সামান্য বৃষ্টি হলেই গ্ৰামীন রাস্তায় কাদার সৃষ্টি হচ্ছে। এতে যানবাহনসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে।

একাধিক সচেতন ব্যক্তি বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে তা কাঁকড়া (ট্রাক্টর) দিয়ে পরিবহন করা হচ্ছে। এর ফলে এলাকায় ব্যাপক হারে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফসলি জমি থেকে মাটি কাটার ফলে একদিকে যেমন কমে যাচ্ছে জমিতে মাটির উর্বরা শক্তি, অপরদিকে মাটি কাটা জমিগুলোতে ফসলের ফলন ব্যাপক হারে হ্রাস পাওয়ার আশঙ্কাও আছে।

স্থানীয়রা জানান এসব ফিটনেসবিহীন ট্রাক্টর চালকদের বয়স অল্প। রাস্তায় বেপরোয়া গতিতে চলাচলের কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। ছেলে-মেয়েকে স্কুল পাঠালে তারা স্কুল থেকে বাড়িতে না আসা পর্যন্ত সব সময় আতঙ্কে থাকি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন ব্যক্তি বলেন, ‘এসব চালকের লাইসেন্স তো দূরের কথা, তেমন কোনো অভিজ্ঞতাও নেই। বিভিন্ন মহলকে ম্যানেজ করে অবৈধ এই পরিবহনটি চলাচল করছে রাস্তায়।’ রাস্তা রক্ষার্থে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন বন্ধসহ বেপরোয়া গতিতে গাড়ি চালানো অচিরেই বন্ধ করা দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এমনটাই দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন এর নিকট ফোন করা হলে তা রিসিভ হয়নি।

আরও খবর
সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

১ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে