সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হ'ত্যা, মূলহোতা গ্রেপ্তার গাজার বুকে নিরিহ মুসলিম ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে একখণ্ড নাগেশ্বরী ইয়ুথ সোসাইটি। মেলায় নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাটকীয়ভাবে হত্যা ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন

শ্রীপুরে ইসলামি সাংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র মাওলানা আবু সাঈদ আশরাফী দাঃ বাঃ

মাওলানা আবু সাঈদ আশরাফী একাদ্বারে একজন আলেম,  লেখক, ও ইসলামিক সাংস্কৃতিক কর্মী।  তিনি বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) শেষ করে কর্ণপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব এর দায়িত্ব পালন করেন। সাথে সাথে তিনার বাবার প্রতিষ্ঠিত  কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার নায়বে মুহতামিম এর দায়িত্বও পালন করেন। 


মাওলানা আবু সাঈদ আশরাফী গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনার পিতা হাফেজ মাওলানা আশরাফ আলী রহঃ একজন আল্লাহ ওয়ালা দ্বীনদার বুজুর্গ ব্যক্তি ছিলেন।  উল্লেখ্য আছে যে  ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়  হাফেজ মাওলানা আশরাফ আলী রহঃ মুক্তিবাহিনীদের কে  তিনার প্রতিষ্ঠিত মাদ্রাসায়  থাকার জায়গাও দিয়েছেন। 


মাওলানা আবু সাঈদ আশরাফী খুবই ভালো এবং নম্র-ভদ্র শান্ত প্রকৃতির একজন মানুষ।  বিগত কয়েক বছর যাবত বিভিন্ন অসুস্থতার  মধ্য দিয়ে সময় পার করেছেন। তিনার জন্য দোয়া করেছেন ছোট বড়  সকলেই। হাফেজ আশরাফ আলী রহঃ কতৃক প্রতিষ্ঠিত একটি ইসলামিক শিল্পি গোষ্ঠীর পরিচালক হিসেবে বর্তমান আছেন।  এই শিল্পি গোষ্ঠীর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ইসলামি সংগীত এর প্রোগ্রাম করে থাকেন শিল্পি বৃন্দ।


মাওলানা আবু সাঈদ আশরাফী সাংস্কৃতিমনা একজন মানুষ তিনি ছাত্রদের বিভিন্ন সময় নিজ নিজ প্রতিভা কে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রধান করে থাকেন। আবু সাঈদ আশরাফী সম্পর্কে ছাত্ররা বলেন এইরকম একজন ওস্তাদ প্রত্যেকটি মাদ্রাসায় প্রয়োজন।  ছাত্ররা মনে করেন  ওস্তাদ এবং ছাত্রের মধ্যে যদি আত্ম সম্মানবোধ বজায় থাকে তাহলে সেই ওস্তাদের কাছ থেকে সহজে এলেম নেওয়া সম্ভব।  ছাত্ররা আরও বলেন  মাওলানা আবু সাঈদ আশরাফী হুজুর এরকম একজন ব্যক্তি  যার সাথে ছাত্ররা ভালো ব্যবহার ছাড়া কখনো খারাপ ব্যবহার করে নাই। আর তিনিও ছাত্রদের ভালো ছাড়া খারাপ কখনো চায় নাই। তাই উস্তাদ হিসেবে আবু সাঈদ আশরাফী হুজুর একজন সম্মানের ব্যাক্তি। 


মাওলানা আবু সাঈদ আশরাফী হুজুরের সাথে কথা বলে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন। তবে মহান আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় তিনি এখন মোটামুটি সুস্থ। তবে অসুস্থতা যেন উনার পিছু ছাড়ছে না।  তিনি মনে করেন মহান আল্লাহ তিনাকে পরিক্ষা করছেন।  তাই তিনি মানুষের কাছে দোয়া চান। আবু সাঈদ আশরাফী তিনি মানুষের কল্যানে এবং ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যেও কাজ করতে দেখা যায়।  অসহায় দরিদ্র ছাত্রদের কে বিভিন্ন সময় মাদ্রাসা থেকে ফ্রি খাবারের ব্যাবস্থাও করে দেন বলে জানা যায়।  


মাওলানা আবু সাঈদ আশরাফীর এক ছেলে এক মেয়ে। ছেলে পবিত্র কোরআনের হেফজ শেষ করে  বর্তমান তিনার মাদ্রাসার কিতাব বিভাগে পড়াশোনা  করছেন। এবং মেয়ে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছেন।

আরও খবর