পুনাক, গাজীপুরের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণঃ
অদ্য ৩০/০৯/২০২৩খ্রি. পুলিশ নারী কল্যাণ সমিতি, গাজীপুরের উদ্যোগে পুলিশ লাইন্স, গাজীপুরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, রিকসা ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। অনুষ্ঠানের সভাপতিত্ব কলেন জনাব জিনিয়া ফারজানা, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি, গাজীপুর জেলা।
প্রধান অতিথির বক্তব্যে বৃক্ষরোনসহ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের এবং অসহায় পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা করার জন্য পুনাক, গাজীপুরের প্রতি আহবান জানান। এ সময় প্রধান অতিথি পুনাকের সকল নেত্রীবৃন্দগণকে নিয়ে একটি বৃক্ষরোপন করেন।
এ সময় বেগম মুনমুন আহসান, সহ-সভানেত্রী, বেগম মাহমুদা দিদার, সহ-সভানেত্রী, বেগম সায়লা ফারজানা, সহ-সভানেত্রী, বেগম আফরোজা পারভীন, সহ-সভানেত্রী, বেগম প্রথমা রহমান সিদ্দিকী, সহ-সভানেত্রী, বেগম মির্জা মাহবুবা মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদিকা, বেগম মাহমুদা নাজনীন, যুগ্ম সাধারণ সম্পাদিকা, বেগম ফাতেহা রশিদ, আইন ও আইন সহায়তা সেল সম্পাদিকা, বেগম কানিজ ফাতেমা, উৎপাদান সম্পাদিকা, বেগম ওয়াহিদা ওয়াহাব, সাংগঠনিক সম্পাদিকা, বেগম রুমানা আক্তার, দপ্তর সম্পাদিকা, বেগম মোছাঃ উম্মে কুলসুম (রুপা আহম্মেদ), সহ-কোষাধ্যক্ষ (কার্যকরী) সদস্য, রিজওয়ানা আহমেদ, কার্যনির্বাহী সদস্য সংযুক্ত আইন সম্পাদিকা, বেগম দেলোয়ারা পলি, কার্যনির্বাহী সদস্য টিম সমাজকল্যাণ, সকলেই কেন্দ্রীয় পুনাক, নওরীন হক চৌধুরী, সদস্য কেন্দ্রীয় পুনাক ও উপদেষ্টা, পুনাক গাজীপুর, জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদিকা, পুনাক, জিএমপি, গাজীপুরসহ পুনাক, গাজীপুরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
১ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬৯ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
২০৪ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
২২৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে