হাসান শাহরিয়ার সাগর নামে এক যুবক তার ব্যান্ড এর নাম দেন সর্বহারা ব্যান্ড। এক বড় ভাইয়ের থেকে নাম টি নিয়ে সে এই নামটি দেন। তখন থেকেই তার নাম সর্বহারা সাগর। চ্যানেলে তুলনামূলক ভিউ কম হলেও ভিডিও ও অডিও কোয়ালিটি তে খামতি রাখেন নি তিনি। তার একটা মিউজিক ভিডিও এর বাজেট কমপক্ষে ১ লাখ টাকা বা তার উপর থাকে। তিনি জানান এই নাম দেয়ার পর থেকে তিনি হারাতে থাকেন সব। এতে তার কোনো দুঃখ ছিল না। তবে তার জীবন থেকে এমন একটা জিনিস হারিয়ে যায় যা তাকে একদম ভেংগে দেয়। তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যায়। এই ঘটনায় আঘাত পেয়ে সর্বহারা নামের প্রতি তার ঘৃণা তৈরি হয়। এজন্য এবার তিনি তার নাম রাখেন কিং সাগর। তিনি লাইফে ঘুরে দাড়ান। তিনি জানিয়েছেন অন্য কোনো মেয়েকে সে আর ভালোবাসতে পারবেন না মন থেকে। এবার তার গান লাল টুকটুক মেম আসছে নতুন চমক নিয়ে। গানটিতে অভিনয় করেছেন তিনি আর তার নাইকা ছিলেন লাবন্য, লাকি আর নুপুর। আরো ছিলেন এসকে রাকিব আর এস কে হাবিব। ডিরেক্টর রাজা আহমেদ। কাস্টিং ডিরেক্টর ছিলেন আর বি রনি। গানটি একটা ভালো পর্যায়ে যাবে বলে আশা করছেন সবাই। ঘুরে দাড়িয়েছেন সাগর। তার সেই বেইমান প্রেমিকার নাম তিনি প্রকাশ করেন নি। তার থেকে সবার শিক্ষা নেয়া উচিত। প্রেমের কষ্টে জীবন নষ্ট না করে মাদকাসক্ত না হয়ে সাগরের মতো সবার ঘুরে দাঁড়ানো উচিত। সবারি এক একটি কিং সাগর হয়ে গড়ে ওঠা উচিত।
৮ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬৭ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
২০২ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
২০৩ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৫ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
২২৯ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩৩ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে