হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই)মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী দলদিঘীর দক্ষিন পাড়ে আটককৃতরা টাকা দিয়ে তাসের জুয়া খেলছিল।এ সময় এসআই মোঃ ইসমাইল অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করে নগদ ২ হাজার ৬৯০ টাকা, ৩ সেট তাস ও ১টি প্লাস্টিকের রেকসিন জব্দ করা হয়েছে।
আটককৃত জুয়াড়ীরা হল উপজেলার দওপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদ এর পুত্র সেরু মিয়া (৫২),সুলতানপুর গ্রামের ফরিদ হোসেন এর পুত্র নুরুল ইসলাম (৪৫), রসুলপুর গ্রামের মনির হোসেন এর পুত্র আব্দুল কাইয়ুম ছুট্রো মিয়া (২৬),কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র শিপন মিয়া(২৪) ও ধর্মঘরের মোঃফারুক মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৩)।
এ বিষয় জানতে চাইলে,মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুরের জুয়াড়ীদের বিরুদ্ধে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।
১১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২১ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৪ দিন ১২ মিনিট আগে
৩৩ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৫ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে