বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

অবশেষে সোয়া ২ মাস পর ইসলামপুরে ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা মজুরি পেলো


জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য সরকারের গৃহীত ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুকূলে কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) ৪০ দিনের প্রথম পর্যায়ের প্রকল্প কাজ শেষ হওয়ার সোয়া ২ মাস পর মজুরির টাকা পেলো শ্রমিকরা। 


গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে শ্রমিকদের মোবাইল ফোনের বিকাশ একাউন্টের মাধ্যমে মজুরি টাকা পরিশোধ করে প্রকল্পের অর্থবিভাগ।


উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অফিসিয়ালি ভাবে প্রকল্পের কাজ শেষ হয়। কিন্তু ২ মাস অতিবাহিত হওয়ার পরও শ্রমিকদের ২০ দিনের মজুরি পরিশোধ করা হচ্ছিল না। 


এতে প্রকল্পের আওতায় অতিদরিদ্র শ্রমিকসহ শ্রমিক সর্দারেরা অর্থাভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 



এনিয়ে দেশচিত্র অনলাইন ভার্সনে 'ইসলামপুরে ২ মাসেও মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকেরা' একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে প্রকল্প সংশ্লিষ্টদের নজরে আসে। 


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ইজিপিপি প্রকল্পে স্বাভাবিকভাবে কায়িক পরিশ্রম অক্ষম অতিদরিদ্র শ্রমিকদের মাথাপিছু ৪০০ টাকা দৈনিক মজুরিতে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ করানো হয়। ৪০ কর্মদিবসের প্রকল্পের প্রথম পর্যায়ে গত ২৬ নভেম্বর একযোগে উপজেলার ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্পের কাজ শুরু করা হয়। এতে ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্প তত্বাবধায়ন করেন ইউপি চেয়ারম্যানগণ। প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করেন ইউপির সদস্যরা। গত ২৮ জানুয়ারি প্রতিটি প্রকল্পের বিপরীতে বরাদ্দের অর্ধেক টাকা পায় শ্রমিকরা।


পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'শ্রমিকরা তাদের মজুরির টাকা পেয়েছে। এর আগে প্রকল্পের কাজ শেষ হওয়ার দুই মাস পরও টাকা না পাওয়ায় আমরা বিপাকে ছিলাম।'


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার ২ মাসেও শ্রমিকরা মজুরি না পাওয়ার বিষয়ে দেশিত্র অনলাইন ভার্সনে প্রকাশিত খবরটি নজরে এলে, খবরটির লিং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করি। গত ৫ এপ্রিল দুপুরে প্রত্যেক শ্রমিকের মোবাইল ফোনের বিকাশ একাউন্টে মজুরির টাকা পাঠানো হয়েছে। টাকা পেয়ে অতিদরিদ্র শ্রমিকরা খুশি।'


গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, 'অতিরিদ্র শ্রমিকরা তাদের মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছিল। মজুরি টাকার জন্য আমাদের কাছে সকাল-বিকাল ধর্ণা দিয়ে আসিল। এখন তারা টাকা পাওয়ায় আমরা চিন্তামুক্ত।'


গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, 'শ্রমিকেরা মজুরি টাকা পেয়েছে। আমরা ঝামেলামুক্ত হয়েছি।'


বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, 'শ্রমিকরা টাকা পাওয়ায় নিজেও কাছে ভালো লাগছে। কারণ এতদিন টাকা না পাওয়ায় বড়ই কষ্টে দিনাতিপাত করছিল শ্রমিকরা।'


নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান বলেন, 'দীর্ঘদিন পরে হলেও ইদের আগে টাকা পেয়ে শ্রমিকরা আনন্দিত।'

আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে