জামালপুরের ইসলামপুর উপজেলায় নদ-নদী এবং খাল রক্ষার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর নদ-নদী ও জলজ পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক রুহুল হারুন।
ইসলামপুর নদ-নদী ও জলজ পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে কমিটির সদস্যসচিব কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ফিরোজ খান লোহানী, সাংবাদিক আব্দুস সামাদ, ওসমান হারুনী, রফিকুল ইসলাম রঞ্জু, হুসেন রানা, মশিউর রহমান টুটুল প্রমূখ।
বক্তৃতারা বলেন, প্রশাসনের নাকের ডগায় পরিবেশ বিনাশী একটি চক্র পৌর শহরের প্রাণকেন্দ্রের পাথরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাটি কেটে ভরাট করে স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। পাথরঘাটসহ উপজেলার সকল ভরাট ও দখলকৃত নদ-নদী দখলমুক্ত করা জরুরি।
১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে