সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হ'ত্যা, মূলহোতা গ্রেপ্তার গাজার বুকে নিরিহ মুসলিম ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে একখণ্ড নাগেশ্বরী ইয়ুথ সোসাইটি। মেলায় নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাটকীয়ভাবে হত্যা ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন

চাকুরিপ্রার্থীরা অনুপস্থিত থাকায় নিয়োগ পরীক্ষা হয়নি


জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি দাখিল মাদ্রাসায় সুপার পদে চাকুরিপ্রার্থীরা অনুপস্থিত থাকায়  নিয়োগ পরীক্ষা নিতে পারেননি কর্তৃপক্ষ। গত শুক্রবার উপজেলার চিনাডুলী ইউনিয়নে পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠার ৬ বছর পর এমপিওভুক্ত হয়। গত শুক্রবার সকাল ৮টায় ওই মাদ্রাসায় সুপার এবং পরিচ্ছন্নাতাকর্মী পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা ছিল। নিয়োগ কমিটির সদস্য, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, ডিজি প্রতিনিধি যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত হলেও চাকুরি নিতে ইচ্ছুক আবেদনকারীরা উপস্থিত হননি। ফলে নিয়োগ পরীক্ষা নিতে পারেননি নিয়োগ কমিটি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় পরিচ্ছন্নতাকর্মী পদে চাকুরি করাকালীন ইউনুছ আলী ২০২১ সালের ১৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কর্তৃপক্ষ গত ২৮ সেপ্টেম্বর পরিচ্ছন্নতাকর্মী পদটি শুন্য ঘোষণা করেন। এর আগে ২০২০ সালের ৩১ আগষ্ট সুপার পদ থেকে শহিদুর রহমান অবসর গ্রহণ করেন। এতে সুপার পদটি শুন্য হয়। মাদ্রাসা কক্ষে নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা উল্লেখ করে গত ৮ জুন সুপার এবং পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। এতে সুপার পদে ১৫ শত এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৫ শত টাকা অফেরতযোগ্য পোস্টাল অর্ডার সংযুক্ত করে চাকুরিপ্রার্থীদের আবেদন করতে বলা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সুপার পদে ৬ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৪ জন চাকুরিপ্রার্থী আবেদন করেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় নিয়োগ পরীক্ষায় পরিচ্ছন্নতাকর্মী পদে চাকুরির্রার্থীরা উপস্থিত হলেও অনুপস্থিত থাকেন সুপার পদে আবেদনকারীরা। সুপার পদে আবেদনকারীরা অনুপস্থিত থাকায় ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা নেননি। 

পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. মঞ্জরুল ইসলাম বলেন, 'কী কারণে সুপার পদে আবেদনকারীরা পরীক্ষায় অংশ নেননি তা, আমাদের বোধগম্য নয়।'

সুপার পদে আবেদনকারী মো. শাহ আলম বলেন, 'আমি অন্য একটি দাখিল মাদ্রাসায় সহ-সুপার পদে চাকুরি করায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করিনি।'

পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদনকারী মো. আমানুল্যাহ বলেন, 'আমিসহ ৩জন চাকুরিপ্রার্থী যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত হলেও নিয়োগ পরীক্ষা নেয়নি কর্তৃপক্ষ।'

পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নিয়োগ কমিটির সদস্য শহিদুর রহমান বলেন 'সুপার পদে আবেদনকারীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করায় নিয়োগ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি পরিচ্ছন্নতাকর্মী পদেও নিয়োগ পরীক্ষা নননি । আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।'

নিয়োগ পরীক্ষার মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মাদ্রাসা অধিদপ্তরের দাখিল ও এবতেদায়ী শাখার সহকারী পরিচালক জান্নাতুন নাহার শুক্রবার বিকালে মোবাইল ফোনে বলেন, 'সুপার পদে চাকুরিপ্রার্থীরা অনুপস্থিত থাকায় নিয়োগ পরীক্ষা গ্রহণের সম্ভব হয়নি।   মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী  পদক্ষেপ নেওয়া হবে।'

আরও খবর




ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৪ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে