জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার মূল ঘটনা মাদক ও জুয়া। এমন তথ্যই মামলা সূত্রে জানা গেছে। মামলার তথ্যমতে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে এক ইউপি সদস্য সহ ৯ জনকে এজাহারভুক্ত ও ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা উসর আলী। এতে ২ জনকে গ্রেফতার করে পুলিশ কারাগারে প্রেরণ করেছে।
এ তথ্যটি মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান নিশ্চিত করেন।
তিনি মামলার বরাদে বলেন, নিহত কিশোর উজ্জ্বল মিয়া (১৪) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। তার বন্ধুরা সবাই মাদকাসক্ত ও অনলাইন জুয়ার সাথে জড়িত। তাদের মধ্যে টাকার লেনদেন নিয়েই উজ্জ্বলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে কিছুটা তথ্য পাওয়া গেছে।
এদিকে নিহতের পিতা ও মামলার বাদী উসর আলী বলেন,গত বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় মোবাইলে ফোন পেয়ে উজ্জ্বল বাহিরের চলে যায়। পরে রাত দশটা নাগাদ সে বাড়ী না ফিরলে পরিবারের লোকজন তাকে আশেপাশে খোঁজাখুঁজি করে। একপর্যায় খুঁজে না পেয়ে রাত ১১টায় সরিষাবাড়ী থানায় একটি নিখোঁজের ডায়রি করে।
পরে পুলিশ নিখোঁজের সন্ধান অব্যাহত রাখে। এ অবস্থায় গত রবিবার(৩১ মার্চ) দুপুরের নিহতের বাড়ীর পাশে আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূর গন্ধ বের হলে প্রতিবেশীরা টয়লেটের স্লাপ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। পরে এ সংবাদটি পুলিশকে জানালে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একই দিন বিকালে দুই কিশোরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- চর বালিয়া গ্রামের আঃ বারেক এর ছেলে আবু সাঈদ ও প্রবাসী শহিদুল ইসলাম এর ছেলে সাদ্দাম হোসেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও আদালতের কাছে পাঁচদিন রিমান্ড চাওয়া হয়েছে
৩ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে