বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

বরখাস্তকৃত ইসলামপুর পৌর মেয়রের বিরুদ্ধে আগামীকাল ফের তদন্ত



জামালপুরের বরখাস্তকৃত ইসলামপুর পৌর মেয়র মো. আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত 

অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে ফের তদন্ত শুরু হচ্ছে। 

আগামীকাল মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস মেয়ের বিরুদ্ধে আনীত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে আসার কথা রয়েছে। 


আজ সোমবার (১৩ মে) বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। 



নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ৯ মে কাউন্সিলরদের পক্ষে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. দেলোয়ার হোসেন লেবু এবং মেয়র আব্দুল কাদের সেখ বরাবর 'মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে তদন্তকরণ' শীর্ষক এক নোটিশ প্রেরণ করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস। 



ওই নোটিশে বলা হয়েছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে উল্লিখিত অভিযোগসমূহ (পৌরসভার বিভিন্ন কাজে স্বেচ্ছাচারী আচরণ, ইসলামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বিজেসি গুদামে জোরপূর্বক অনুপ্রবেশ, বিজেসি'র সরকারি সম্পত্তি বেদখল ও কাচ্চাপ্রেসসহ বিভিন্ন মালামাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অপসারণ, মূল্যবান গাছপালা কর্তন, বিভিন্ন উন্নয়ন কাজে সীমাহীন দুর্নীতি, আইন বহিঃর্ভূতভাবে পৌরসভার কর্মচারী নিয়োগ ও লাইসেন্স প্রদান, বে-আইনীভাবে পরিষদের রেজুলেশন ছাড়াই বিভিন্ন প্রকল্প গ্রহণ ও টেন্ডার এবং নিম্নমানের কাজ হওয়া সত্ত্বেও কাজের বিল প্রদান) এর বিষয়ে আজ সকাল ১১ টায় ইসলামপুর পৌরসভায় তদন্ত অনুষ্ঠিত হবে।

এসময় অনাস্থা প্রস্তাবে সম্মত সকল কাউন্সিলরের উপস্থিতি থাকতে বলা হয়েছে। এছাড়া তদন্তকালে উভয়পক্ষকে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণাদিসহ উপস্থিত থাকতেও বলা হয়।


উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন পৌর কাউন্সিলর। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিত আবেদন করেন। 


গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর-১ শাখা) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। 

গত ৬ মে সাময়িক বরখাস্তের ওই আদেশকে চ্যালেঞ্জ করে আব্দুল কাদের সেখের দায়েরকৃত একটি রিট আবেদন শুনানি শেষে মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ।



পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া বলেন, 'আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাময়িক বরখাস্তকৃত মেয়রের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করবেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস। 


আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে