সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত সুন্দরবনে নতুন দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট পর্যটন কেন্দ্রটি ইছামতি ভেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান মোস্তাকিম তিন দিনের রিমান্ডে নন্দীগ্রামে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে জরিমানা গুনলেন ব্যবসায়ী নন্দীগ্রামে কৃষকদলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষককে গণপিটুনি। বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

বকশীগঞ্জে এবার সাংবাদিক মাসুদের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাংচুর



সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বছর ঘুরে আসতে না আসতেই আবারও 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা শিকার সাংবাদিকের নাম মাসুদ উল হাসান। তিনি সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি পদে কর্মরত।  


শুক্রবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনে সাংবাদিক মাসুদ উল হাসানের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই রাতেই চারজনের নামোল্লেখে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। 


শনিবার (৮ জুন) দুপুরে পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় সাংবাদিক মাসুদের ওপর হামলার প্রতিবাদে 

স্থানীয় সাংবাদিকরা সমাবেশ ও মানবন্ধন করেছেন। সাংবাদিকরা অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি এবং তার স্বামী আতিক সিদ্দিকীসহ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিকেরা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার এবং  বকশীগঞ্জ থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্ত চান।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন স্থানীয় সাংবাদিক ছালাম মাহমুদ বাদি হয়ে জামালপুর আদালতে  

২ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ তোলে 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতির বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় আগামী ২০ জুন স্মৃতির বিরুদ্ধে সমনের আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক। মামলার খবরটি স্থানীয সাংবাদিকদের গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করেছিলেন স্মৃতি। কিন্তু সাংবাদিক মাসুদসহ বেশকয়েকজন সাংবাদিক ওই খবরটির তথ্য সংগ্রহ শেষে পৌর শহরের বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইলে যোগে বাসায় ফিরছিলেন সাংবাদিক মাসুদ উল হাসান। সেখানে রাসেল আমিনের মার্কেটের সামনে পৌছাঁর মাত্রই সাবেক ভাইস চেয়ারম্যান স্মৃতি এবং তাঁর স্বামী আতিক মিয়ার নেতৃত্বে একদল অপরিচিত লোক সাংবাদিক মাসুদের ওপর অতর্কিত হামলা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে সাংবাদিক মাসুদকে হত্যার জন্য হাতে ও পিঠে আঘাত করে। সাংবাদিক মাসুদকে মোটরসাইল থেকে ফেলে দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। 

এ সময় মোটর সাইকেল ভাংচুর করাসহ ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দুবৃত্তরা। পরে সাংবাদিক মাসুদের ডাকচিৎকারে পথচারী, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা  মাসুদকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে  যায়। এই ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় চারজনের নামোল্লেখে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। 


ভুক্তভোগী সাংবাদিক মাসুদ উল হাসান বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে

একাধিক মামলার আসামি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন 

স্মৃতি এবং তাঁর স্বামী আতিকের নেতৃত্বে ৮-৯ জন লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। মোটরসাইকেল ভাংচুর করাসহ ক্যামেরা ছিনিয়ে নিয়েছে তাঁরা। থানায় অভিযোগ দিয়েছি।'


বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, 'হামলার শিকার মাসুদ একজন পেশাদার সাংবাদিক। হামলাকারী আতিক ও স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলাসহ একাধিক মামলার আসামি। প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকেও হত্যার উদ্দেশ্যে মধ্যবাজার থেকে ধরে এনে নিজ বাড়িতে আটকে বেদম মারপিট করেছিল এই আতিক ও স্মৃতি। আজ একই কায়দায় তারা সাংবাদিক মাসুদের উপর হামলা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। 


অভিযুক্ত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি বলেন, 'নিজের দোষত্রুটি ডাকতেই আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।'


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, 'খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার শিকার সাংবাদিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'


উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুসহ কতিপয় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন মানবজমিন পত্রিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পর দিন ১৫ জুন ময়মনসিংহ জেনারেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারানযান। এছাড়া এ উপজেলায় অতীতেও অনেক সাংবাদিক হামলাসহ উদ্দেশ্যপ্রণোদিত মামলার আসামি হওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের ঘটনার একটিরও বিচার হয়নি।


আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে