ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ গণহত্যার দায়ে জড়িতদের বিচার দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে বিশাল এক বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে আরামনগর ডাচ্-বাংলা ব্যাংক সংলগ্ন থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তির দাবি করেন।
এসময় বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ।তাঁরা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতৃত্ব দেন।
২ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে